ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর তাঁর পুত্র ৭৩ বছরের চার্লসকে রাজার আসনে বসানো হয়। এবার রাজা তৃতীয় চার্লসের আনুষ্ঠানিক রাজ্যাভিষেক অনুষ্ঠিত হবে ব্রিটেনের উইন্ডসর দুর্গে। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশ্ববরেণ্য সব নামজাদা তারকারা। ৬ ই মে রাজ্যাভিষেক, ৭ মে সাংস্কৃতিক অনুষ্ঠান। এই ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী থাকতে নিমন্ত্রণ পৌঁছেছে অভিনেত্রী সোনম কাপুরের কাছেও। সোনামই একমাত্র ভারতীয় যিনি এই মহাযজ্ঞে উপস্থিত থাকার জন্য ডাক পেয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন হলিউড অভিনেতা টমক্রুজও।
উল্লেখ্য, ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে বিয়ের পর লন্ডনেই থাকেন সোনম। জানা গিয়েছে, ওই দিন কমনওয়েলস ভার্চুয়াল কয়্যারে যোগ দিতে চলেছেন সোনম। আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন কেটি পেরি, লাওনেল রিচির মতো তারকারও।