সালটা ছিল ২০১১। ইমতিয়াজ আলির পরিচালনায় বড় পর্দায় মুক্তি পেল রকস্টার। সিনেমা পন্ডিতরা দাবি করলেন, বলিউডের ছক ভাঙা ছবির তালিকায় জায়গা পাবে এই ছবি। একদিকে দুরন্ত রণবীর কাপুর। অন্যদিকে বলিউডের নতুন গ্ল্যামার কোসেন্ট নার্গিস ফাকরি। যাঁর অভিষেক এই সিনেমার হাত ধরেই।
পরবর্তী সময়ে সুজিত সরকারের মাদ্রাজ ক্যাফে, ম্যায় তেরা হিরো, স্পাই, হাউসফুল থ্রি-র মতো ছবিতে অভিনয় করতে দেখা যায় নার্গিসকে। বলিউডে তাঁর মুক্তির অপেক্ষায় রয়েছে হাউজফুল ফাইভ। কিন্তু সেই ছবি মুক্তির আগে বলিউড এই অভিনেত্রী এখন চরম বিপাকে।
না উদয় চোপড়ার সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার জন্য নয়। কারণ, সাত বছর আগেই এই সম্পর্ক ভেঙে গিয়েছিল। সম্প্রতি পরিচালক ম্যাট অ্যালোনজোরের সঙ্গে নার্গিসকে ঘিরে একটা গুঞ্জন শোনা গিয়েছিল। তা আপাতত গুঞ্জন হয়েই রয়ে গিয়েছে।
নার্গিসের জীবনে এখন ঘোর বিপর্যয়। এমনটাই দাবি করেছেন তাঁর প্রতিবেশিরা। নিউ ইয়র্ক শহরের একটি এলাকা কুইনস। এখানেই বোন আলিয়াকে নিয়ে বড় হয়েছেন নার্গিস। তাঁর বোন আলিয়াকে সম্প্রতি গ্রেফতার করেছে মার্কিন পুলিশ।
অলিয়ার বিরুদ্ধে অভিযোগ নিজের প্রাক্তন প্রেমিক ও তাঁর বান্ধবীকে জ্যান্ত জ্বালিয়ে পুড়িয়ে মারার। আলিয়ার প্রাক্তন প্রেমিকের নাম এডওয়ার্ড জেকবস। কুইনস এলাকায় নিজের বাড়িতেই বান্ধবী অ্যানাস্টাশিয়া স্টারকে নিয়ে একটি গ্যারাজে কাজ করছিলেন এডওয়ার্ড। ওই গ্যারাজ জ্বালিয়ে দেওয়ার অভিযোগ আলিয়ার বিরুদ্ধে। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৪৩ বছরের আলিয়া ফাকরিকে।
সংবাদ মাধ্যমে বিবৃতি দিয়ে আলিয়াকে গ্রেফতারের কথা জানিয়েছে মার্কিন পুলিশ। ইতিমধ্যেই আলিয়ার জামিন নামঞ্জুর করেছে মার্কিন আদালত। এরমধ্যে আলিয়ার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন পড়শি এবং জেকবসের মা।
আলিয়ার বিরুদ্ধে প্রতিবেশিদের অভিযোগ, অনেক দিন ধরেই এডওয়ার্ডকে প্রাণে মারার হুমকি দিচ্ছিলেন বলিউড অভিনেত্রীর বোন। এডওয়ার্ডের মায়ের দাবি, তাঁর ছেলের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার পরেও যোগাযোগ রাখতেন আলিয়া। একই পাড়ায় থাকার ফলে ছোট থেকেই তাঁরা বন্ধু ছিলেন। ছেলেকে হারিয়েও এডওয়ার্ডের মা জানিয়েছেন, পরবর্তী সময় আলিয়ার সঙ্গে তাঁর ছেলেন সম্পর্ক তৈরি হয়েছিল। তবে, স্টারের সঙ্গে তাঁর ছেলের কোনও সম্পর্ক ছিল না বলেই দাবি করেছেন এডওয়ার্ডের মা।
ফকরি পরিবার জানিয়েছেন, আলিয়াকে ফাঁসানো হয়েছে। তাঁদের মেয়ে এই কাজ করতে পারেন না। আলিয়ার জন্য উচ্চ আদালতে যাচ্ছে পরিবার। হাতে রয়েছে একটি তেলগু সিনেমা। যা মুক্তির অপেক্ষায়। কিন্তু বোনের এই ঘটনায় পরিবারকে নিয়ে ব্যস্ত নার্গিস।