আন্তর্জাতিক চলচিত্র উৎসবে যোগ দিতে ইজরায়েলে আটকে বলিউড অভিনেত্রী নুসরত ভারুচ। তাঁকে নিরাপদে সেখান থেকে উদ্ধার করা হয়েছে বলেই অভিনেত্রীর টিমের তরফে দাবি করা হয়েছে।
হানিফা ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দিতে ইজরায়েল গিয়েছিলেন নুসরত। দীর্ঘ সময় যোগাযোগ বিচ্ছিন্ন থাকার পর জানা যায়, একটি বাড়ির বেসমেন্টে আশ্রয় নিয়েছিলেন অভিনেত্রী। সেখান থেকেই তাঁকে উদ্ধার করা হয়।
শনিবার থেকে ইজরায়েলের উপর শুরু হয় হামাসের হামলা। সেই হামলার জেরেই আটকে পড়েন অভিনেত্রী। তাঁর টিমের তরফে জানানো হয়েছে, সুরক্ষিত ভাবেই অভিনেত্রীকে বিমানবন্দরে আনা হয়। এই ব্যাপারে তাদের করেন ভারতীয় দূতাবাসের কর্মীরা। জানা গিয়েছে, রবিবারই ভারতে ফিরবেন নুসরত।
এদিকে, মেয়ের আটকে পড়ার খবরে উদ্বিগ্ন হয়ে পরে পরিবারের লোকেরা। তবে নুসরতের ভারতে ফেরার খবরে আপাতত স্বস্তি। তবে, নুসরত কখন ভারতে ফিরবেন, তা এখনও স্পষ্ট হয়নি। কারণ, তেল-আভিভ বিমানবন্দরে এদিনও উড়ান ধরা নিয়ে বিশৃঙ্খলার খবর পাওয়া গিয়েছে।