অশান্ত বাংলাদেশ । বিক্ষোভের আগুনে জ্বলছে রবি ঠাকুরের 'সোনার বাংলা' । ঘুম উড়েছে পদ্মাপাড়ের বাসিন্দাদের । কান পাতলেই শুধু গুলি, বোমার শব্দ । রাস্তায় পড়ে লাশের পর লাশ । আকাশ-বাতাসজুড়ে শুধু কান্না, হাহাকার...আর বুক ফাটা যন্ত্রণা । বাংলাদেশকে নিয়ে উদ্বেগে গোটা বিশ্ব । কবে থামবে এই যুদ্ধ, আর কত রক্ত ঝড়বে ? বাকিদের মতো উত্তর খুঁজছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ও । তাঁর কথায়, 'শান্তি ফিরুক বাংলাদেশে । এ রক্ত আর যে চোখে সয় না ।' সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ওপার বাংলার নতুন প্রজন্মের পাশে থাকার বার্তা দিয়েছেন স্বস্তিকা ।
বাংলাদেশের পরিস্থিতিতে মন কাঁদছে স্বস্তিকার । বারবার তাঁর মনে পড়ছে ইতিহাসকে । যে ইতিহাসে রয়েছে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের কথা । তাঁর বলা কয়েকটা কথাই যেন স্বস্তিকার মনে পড়ে যাচ্ছে বারবার । আর সেটাই তিনি লিখলেন সোশ্যাল মিডিয়ার দেওয়ালে, 'সাত কোটি মানুষকে আর দাবায়ে রাখতে পারবা না, বাঙালি মরতে শিখেছে, তাদের কেউ দাবাতে পারবে না । ' স্বস্তিকার কথায়, 'মুজিবুর রহমানের ভূত বোধহয় তাড়া করছে বাংলাদেশ রাষ্ট্রকে, যেমন করে শেক্সপিয়ারের ডাইনিরা। ফিরে ফিরে এসে বলে যায় ললাট লিখন।'
স্বস্তিকা মনে করলেন আবু সইদদের । তিনি লিখলেন, 'গোটা বাংলাদেশের নুতন প্রজন্ম শালবৃক্ষের মতো সিনা টান করে, মানুষ হয়ে বাঁচতে, জান দিচ্ছে । যে প্রজন্মকে শাপশাপান্ত করেছে সকলে, তারা স্বার্থপর, তারাই সবচেয়ে বেশি স্বার্থত্যাগ করে দেখাচ্ছে ।' কিন্তু, বাঙালিকে কখনও দাবিয়ে রাখা যায়নি, আর যাবেও না । স্বস্তিকার কথায়, '৫২, ৭১, ৯০তে বাঙালিকে দাবিয়ে রাখা যায়নি। ২৪ সালেও যাবে না।' পাশে থাকার বার্তা দিয়ে শান্তির প্রার্থনা করেছেন স্বস্তিকা । অভিনেত্রী লেখেন, 'আমি পাশে আছি, যেভাবে তোমরা বলবে, আমি পাশে আছি ফিলিস্তিনের পরাধীন মানুষের, পাশে আছি ইউক্রেনের, পাশে আছি আমার সোনার বাংলার। শান্তি ফিরুক। এক সাথে সব বাঙালি যেন এ গান গাইতে পারি, এই রক্ত আর যে চোখে সয় না। হায় মাতৃভূমি…।'
বাংলাদেশ নিয়ে আগেও একাধিক পোস্ট করেছেন স্বস্তিকা । সম্প্রতি, বাংলাদেশের একটি ছবি ভাইরাল হয়, যেখানে দেখা যাচ্ছে রিক্সার উপর দাঁড়িয়ে আন্দোলনকারীদের সমর্থন করে স্যালুট জানাচ্ছেন এক রিক্সাচালক । সেই ছবি নিজের দেওয়ালে পোস্ট করেছেন স্বস্তিকাও । বাংলাদেশের এই চিত্র দেখে যেন অভিনেত্রী গর্বিত এবং স্তম্ভিত ।
শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লিগ সরকার পতনের দাবিতে ছাত্র আন্দোলনে উত্তাল বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রাণ হারিয়েছেন মোট ৯৮ জন ৷ আন্দোলনকারীদের পাশাপাশি মৃত্যু হয়েছে পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর ১৪ জন সদস্যদেরও। দেশজুড়ে চলছে কার্ফুও । এরই মধ্যে ভারতীয়দের জন্য নির্দেশিকা জারি করেছে ভারতীয় বিদেশ মন্ত্রক । নির্দেশিকায় জানানো হয়েছে কোনও ভারতীয় যেন বর্তমানে বাংলাদেশে না যায় । পাশাপাশি যে সব ভারতীয় বর্তমানে বাংলাদেশে রয়েছেন তাঁদেরও সতর্ক করা হয়েছে ।