আফগানিস্তানের ভূমিকম্পে (Afghanistan Earth Quake) মৃত্যু সংখ্যা হাজারের গণ্ডি পেরিয়ে গেল। আহত প্রায় দেড় হাজার। মঙ্গলবার ভোররাতে ভূমিকম্প হয় দক্ষিণ পূর্ব আফগানিস্তানের খোস্ত প্রদেশে। কম্পনের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৬.১। বিধ্বস্ত এলাকাগুলিতে উদ্ধার চলছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই ভূমিকম্পে বড় প্রভাব পড়েছে আফগানিস্তানের পাকতিতা প্রদেশে (Paktita Province)। এই প্রদেশে মৃতের সংখ্যা শতাধিক। বারমালা, জিরুক, নাকা, গায়েন জেলাতে। পাকতিতা প্রদেশের তথ্য সংস্কৃতি দফতরের প্রধান আমিন হুজাইফা সংবাদ সংস্থা স্পুটনিককে জানিয়েছেন, "এখনও পর্যন্ত ভূমিকম্পে প্রায় ১০০০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৫০০ জনের বেশি।" জানানো হয়েছে, মঙ্গলবার রাত দেড়টা নাগাদ ভূমিকম্প শুরু হয়। গিয়ান প্রদেশেরও অনেক মানুষ ঘটনায় প্রাণ হারিয়েছেন।
তালিবান প্রশাসন (Taliban Govt) সূত্রে জানা গিয়েছে, হেলিকপ্টার করে আহতদের উদ্ধার করা হচ্ছে। বিপর্যয় মোকাবিলা বাহিনির বিশেষ দল ঘটনাস্থলে আছেন। পরিস্থিতি মোকাবিলার জন্য বুধবারই তালিবান মুখপাত্র জ়াবিউল্লা মুজাহিজ এদিন ক্যাবিনেট বৈঠক ডেকেছেন।
আরও পড়ুন: আফগানিস্তান ও পাকিস্তানে ভয়াবহ ভূমিকম্প, ২৫০ জনের মৃত্যুর আশঙ্কা
আমেরিকার জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, এপিক সেন্টারের ৪৪ কিলোমিটার রেডিয়াস বরাবর তল্লাশি চালানো হচ্ছে। রাষ্ট্রসঙ্ঘ আফগানিস্তানকে জানিয়েছে, ভূমিকম্পে উদ্ধারকাজের জন্য বিভিন্ন মানবাধিকার রক্ষাকারী সংস্থারা ওই দেশে যাচ্ছে। তাঁরাও উদ্ধার কাজ চালাবে।