আকাশে একসঙ্গে ৫০০০ রকেটের মিছিল। গাজা থেকে সেই রকেট আঘাত হানে ইজরায়েলের একাধিক এলাকায়। ১২ ঘণ্টার মধ্যে প্রত্যাঘাত হানে ইজরায়েল।
ঘটনায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৫০০ জনের বেশি। জানা গিয়েছে, ইজরায়েলে মৃত্যুর সংখ্যা ৩০০ পার করেছে। ইজরায়েলের সেনার আক্রমণে গাজায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২৫০ জন। আহতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে।
শনিবার ইজরায়েলে হামলা চালানোর পর সীমান্ত পেরিয়ে প্রবেশ করে হামাসের সশস্ত্র জঙ্গিগোষ্ঠী। ইজরায়েলের সেনা, সাধারণ নাগরিক, বিদেশিদের বন্দি করেছে বলে দাবি করেছে তারা। এদিকে ইজরায়েলের দাবি, দেশের কোনে কোনে তল্লাশি চালানো হচ্ছে। হামাস জঙ্গিগোষ্ঠীর একাধিক সদস্যকে ধরেছে ইজরায়েলের সেনাবাহিনী।