দীর্ঘ ২ বছরের অপেক্ষা। ভারতীয় ছাত্রদের (Indian Students) এবার ভিসা দেওয়ার কথা ঘোষণা করেছে চিন সরকার (China Government)। কঠোর কোভিড বিধির (Covid Guideline) জন্য স্টুডেন্ট ভিসার পাশাপাশি বাণিজ্যিক ভিসাতেও জারি ছিল বিধিনিষেধ।
চিনের বিদেশমন্ত্রক এশিয়া বিষয়ক বিভাগের কাউন্সেলর জি রং টুইট করে জানিয়েছেন, "ভারতীয় ছাত্রছাত্রীদের আন্তরিক অভিনন্দন। ধৈর্য স্বার্থক হয়েছে। আপনাদের উত্তেজনা ও আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিতে চাই। চিনে আপনাদের স্বাগত।" এই টুইটে দিল্লির চিনা দূতাবাসকেও উল্লেখ করেছে ওই দেশের বিদেশমন্ত্রক। ছাত্রছাত্রী, ব্যবসায়ী, কর্মরত পরিবারকে ফের ভিসা দেওয়ার কথা ঘোষণাও করা হয়েছে।
আরও পড়ুন: দেশের প্রতিনিধি হিসাবে ইউরোপে ডোনা, আজাদি কা অমৃত মহোৎসবে 'মায়ার খেলা' দেখলেন ডাবলিনবাসী
চিনের বিদেশমন্ত্রক জানিয়েছে, যেব ভারতীয় ছাত্রছাত্রীরা চিনে গিয়ে দীর্ঘমেয়াদি পড়াশোনা করতে চান, তাদের এক্স-১ ভিসা দেওয়া হবে। নতুন করে শুরু, বা অর্ধেক কোস্র শেষ করতে চান, তাদের জন্য এই ভিসার ক্যাটাগরি। কোভিডের জন্। ২৩ হাজারের বেশি ভারতীয় ডাক্তারি পড়ুয়া একদিন দেশে ফিরতে পারেননি। ভারতের পক্ষ থেকে চিনের বিদেশমন্ত্রককে তালিকা পাঠানো হয়ছিল। দিল্লির চিনা দূতাবাসে ওয়েবসাইটেও ভিসা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। কোভিড বিধির জন্য এতদিন ভিসার প্রক্রিয়া বন্ধ ছিল।