দুর্গাপুজো সবার। ধর্মীয় ভাবাবেগে আঘাত করলে কড়া শাস্তি। গত ষষ্ঠীর দিন দেশবাসীকে পুজোর বার্তায় একথাই জানিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু শুক্রবার অর্থাৎ দ্বাদশীর দিন তাঁর সেই বার্তা কার্যত কোনও কাজেই এল না। এবার ঝিনাইদহ জেলার দওতিয়া গ্রামে মণ্ডপে ঢুকে দুর্গার মূর্তির ভাঙার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় এখনও অধরা দুষ্কৃতীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুষ্কৃতীদের ধরতে রাতভর ব্যাপক অভিযান চলেছে।
স্থানীয় কালীমন্দিরে এই পুজো করেন উদ্যোক্তারা। বাংলাদেশের এক পোর্টাল বিডিনিউজ টোয়েন্টি ফোর ডট কমের দাবি, মন্দিরের আধ কিলোমিটার দূর থেকে এদিন সকালে উদ্ধার হয়েছে মা দুর্গার ভাঙা মুণ্ডু। গোটা মন্দির তছনচ করা হয়েছে বলেই অভিযোগ করেছেন পুজোর কমিটির সভাপতি সুকুমার কুন্দা।
তিনি জানিয়েছেন, সেই ব্রিটিশ আমল থেকে এই কালী মন্দিরে পুজো করে আসছেন তাঁদের পূর্বসূরিরা। রীতি মনেই দশমীর দিন থেকে বিসর্জনের পর্ব চলছে বাংলাদেশেও। ঝিনাইদহের মন্দিরে রাতে হামলা চলছে বলে অভিযোগ বাংলাদেশের পুজো সেলিব্রেশন কমিটির প্রধান চন্দ্রনাথ পোদ্দারের। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অঙ্কের অধ্য়াপক চন্দ্রনাথ পোদ্দার এই ঘটনাকে বিক্ষিপ্ত তবে দুর্ভাগ্যজনক বলেই দাবি করেছেন।
ঝিনাইদহের পুলিশ সুপার অমিতকুমার বর্মণ জানিয়েছেন, এই ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত চলছে।