এয়ার শো চলাকালীন দুর্ঘটনা। মুখোমুখি দুটো বিমান। সংঘর্ষে ভেঙে পড়ল মাটিতে। চোখের সামনেই ভেঙে গুড়িয়ে গিয়ে আগুন ধরে গেল বিমান দু'টিতে। ঘটনায় অন্তত ছ'জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা। ঘটনাটি ঘটেছে আমেরিকার টেক্সাসের ডলার এগজিকিউটিভ বিমানবন্দরে।
এই বিমানবন্দরে একটি এয়ার শো-এর আয়োজন করা হয়েছিল। সেখানেই একটি বড় আকারের বিমান বোয়িং বি-১৭ বম্বার বিমানের সঙ্গে সংঘর্ষ হয় একটি ছোট বিমান বেল পি-৬৩ কিংকোবরার। ওই শো দেখতে এসেছিলেন অনেকেই। তাঁদের ক্যামেরায় এই দুর্ঘটনার ছবি ধরা পড়েছে। যা সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল হয়েছে।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, ওই বড় বিমানটি নিজের গতিপথে যাচ্ছিল আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে অন্য দিক থেকে ছোট বিমানটি বড় বিমানের গায়ে ধাক্কা মারে। চোখের নিমিষেই ভেঙে চূর্ণ-বিচূর্ণ হয়ে যায় ছোট বিমানটি। বড় বিমানের কিছু অংশ ভেঙে যায়। বাকি অংশ কিছুটা দূরে গিয়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন জ্বলে ওঠে।
দুর্ঘটনায় বিমান দু'টির চালক জীবিত রয়েছেন কি না তা এখনও জানায়নি। এমন দুর্ঘটনা কেন ঘটল তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। ঘটনাস্থলে পৌঁছেছে জাতীয় পরিবহণ নিরাপত্তা বোর্ড এবং ডালাস পুলিশ ও দমকল বাহিনী।