এই প্রথম কোনও ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি বসতে চলেছেন বিশ্ব ব্যাঙ্কের শীর্ষপদে। সংস্থার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ভারতীয়-আমেরিকান অজয় বঙ্গা।
অজয়কে বিশ্ব ব্যাঙ্কের শীর্ষপদের জন্য মনোনীত করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেনের প্রস্তাবেই আনুষ্ঠানিক ভাবে সায় দেওয়া হল বুধবার। এর আগে ‘জেনারেল আটলান্টিক’ নামে একটি শেয়ার লেনদেনকারী সংস্থার ভাইস চেয়ারম্যান পদে ছিলেন অজয়। মাস্টারকার্ডের সিইও পদে দায়িত্বও সামলেছিলেন। ২০১৬ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছিল তাঁকে।
৬৩ বছর বয়সি অজয়ের জন্ম মহারাষ্ট্রের পুণেতে। দিল্লির সেন্ট স্টিফেন্স কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক পাশ করে আমদাবাদে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট থেকে এমবিএ করেন। ‘নেসলে ইন্ডিয়া’-র হাত ধরে কর্মজীবন শুরু হয়েছিল তাঁর। সিটি ব্যাঙ্কেও কাজ করেছেন দীর্ঘ দিন।