ইজরায়েলি সেনার হামলার শিকার ফের সংবাদমাধ্যম । বিমান হানায় নিশ্চিহ্ন হয়ে গেল এক সাংবাদিকের গোটা পরিবার । বিমান হামলার ঘটনায় আল জাজিরার গাজা ব্যুরোর প্রধান দাহদৌয়ের স্ত্রী, পুত্র এবং কন্যার মৃত্যু হয়েছে । পরিবারকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন ওই সাংবাদিক ।
জানা গিয়েছে, মধ্য গাজার নুসেরত ক্যাম্প এলাকায় বাড়ি দাহদৌয়ের । যখন বিমান হামলা ঘটে, সেইসময় বাড়িতেই ছিলেন তাঁর, স্ত্রী ও সন্তানরা । ‘এয়ার টু সারফেস’ ক্ষেপণাস্ত্রের আঘাতে মুহূর্তে ধ্বংস হয়ে যায় । সেইসময় বাড়িতে ছিলেন না দাহদৌহ । স্ত্রী ও সন্তানের মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি ।
জানা গিয়েছে, শুধু, স্ত্রী, সন্তান নয়, নাতিকেও হারিয়েছেন দাহদৌয় । বিমান হামলার দুই ঘণ্টা পর দাহদৌয়ের নাতিকে মৃত বলে ঘোষণা করা হয় । জানা গিয়েছে বেশ কয়েকজন আত্মীয় নিখোঁজ । তবে, সংখ্যাটা কত, তা জানা যায়নি ।