আর কিছুদিনের অপেক্ষা। তারপরেই বাবা মা হবেন আলিয়া ভাট এবং রণবীর কাপুর। এখন দিন গুনছেন তাঁরা। কিন্তু কবে ভূমিষ্ঠ হবে আলিয়া রণবীরের প্রথম সন্তান সেই প্রশ্নই ঘুরে বেড়াচ্ছে আলিয়া রণবীরের ভক্তদের মুখে। কিছুদিন আগেই আলিয়ার চিকিৎসক জানিয়েছিলেন, নভেম্বরের শেষে বা ডিসেম্বরের শুরুতে প্রসববেদনা উঠতে পারে আলিয়ার। কিন্তু স্পষ্ট করে তারিখ কিছু জানানি চিকিৎসকরা।
বলি পাড়া সূত্রের খবর, ২৮ নভেম্বরের আগে বা পরেই ভূমিষ্ঠ হতে পারে আলিয়া-রণবীরের সন্তান। আলিয়ার দিদি শাহীন ভাটের জন্মদিন ২৮ নভেম্বর। তাঁর জন্মদিনের আগে পরেই বোন আলিয়ার সন্তান জন্ম নিতে পারে বলে আশা করছেন তিনি। যদিও ভাট বা কাপুর পরিবারের তরফে এখনও কিছু জানানো হয়নি।
যদিও ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, মুম্বইয়েরই গিরগ্রামের এইচ এন রিল্যায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে সন্তানের জন্ম দেবেন আলিয়া। ইতিমধ্যেই বাড়িতে ছোট্ট অতিথি আসার শেষ মুহূর্তের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। হবু সন্তানের পোশাক আশাকও নাকি কেনা হয়ে গিয়েছে, ঘর সাজানোও শেষ। এখন পালা শুধু অপেক্ষার।