টাইটানিকের দুর্ঘটনাস্থল দেখতে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল ডুবোজাহাজ টাইটান । চলছিল খোঁজ । কিন্তু, শেষপর্যন্ত টাইটানের পরিণতিও হল টাইটানিকের মতোই । ইতিমধ্যেই ওই ডুবোজাহাজের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে । অতলান্তিক সাগরের গভীরেই তলিয়ে গিয়েছেন টাইটানে থাকা পাঁচ যাত্রীও । প্রত্যেক যাত্রীকে মৃত বলে ঘোষণা করেছেন আমেরিকার উপকূলরক্ষা বাহিনী ।
টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে নিয়ে যাওয়া সংস্থা ‘ওশানগেট’-ও খবরটি নিশ্চিত করেছে । মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে তারা । শেষ পাওয়া খবর অনুযায়ী, ওই তলিয়ে যাওয়া ডুবোজাহাজ থেকে এখনও মৃতদেহগুলি উদ্ধার সম্ভব হয়নি । আমেরিকার উপকূলরক্ষা বাহিনীর তরফে জানানো হয়েছে, টাইটানিকের ধ্বংসাবশেষের ১৬০০ ফুট দূরে ডুবোজাহাজ টাইটানের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গিয়েছে । ডুবোজাহাজটি দুমড়ে মুচড়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে ।
টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে রবিবার নিখোঁজ হয় এই ডুবোজাহাজটি। এরপর থেকেই এই ঘটনায় বিশ্বজুড়ে তোলপাড় হয়। ওই ডুবোজাহাজ উদ্ধার করতে নৌসেনা, যুদ্ধজাহাজের পাশাপাশি রোবট নামানো হয় । প্রায় চার দিন পর ডুবো জাহাজটির খোঁজ পাওয়া যায় ।