দীর্ঘদিন ধরে চলতে থাকা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের(Russia-Ukraine War) আঁচ এসে লাগল এবার ভারতে। যুদ্ধের কারণে টান পড়তে পারে গমের যোগানে(Wheat Production)। এই আশঙ্কা থেকেই কেন্দ্রীয় খাদ্য ও বণ্টন মন্ত্রী পীযূষ গোয়েলকে(Piyush Goyal) চিঠি দিয়েছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন(AIFPDF)। মঙ্গলবারের এই চিঠির ছত্রে ছত্রে ঝরে পড়েছে আশঙ্কা।
চিঠিতে বলা হয়েছে, এপ্রিল মাস থেকে খোলা বাজারে চাল ও গম বিক্রির(Rice and Wheat Production) নিষেধাজ্ঞা জারি হয়। তারপর থেকেই এর প্রভাব পড়তে শুরু করে বাংলা তথা ভারতবাসীর পাতে। এই নিষেধাজ্ঞার পরে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া (FCI) তাঁদের বরাদ্দ দেওয়া বন্ধ করে। অবিলম্বে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহারের করে চিঠিতে তাঁদের বরাদ্দ দেওয়ার দাবি জানিয়েছেন রেশন ডিলাররা(Ration Dealers)। কারণ এতে সাধারণ মানুষের জন্য গমের পর্যাপ্ত যোগান রাখা যাবে।
আরও পড়ুন- Siliguri Shootout: ডেপুটি কালেক্টর পরিচয়ে থানার আইসিকে গুলি, চাঞ্চল্য শিলিগুড়ির প্রধাননগরে