রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মাঝেই এবার চাঞ্চল্যকর দাবি রুশ সেনার। বুধবার রুশ প্রতিরক্ষা মন্ত্রক(Russian Defence Ministry) দাবি করে, এক হাজারেরও বেশি ইউক্রেনীয় সেনা রাশিয়ার কাছে আত্মসমর্পণ করেছে। মূলত পূর্ব ইউক্রেনের মারিয়োপোলেই এই ঘটনা ঘটেছে বলে দাবি তাঁদের।
রুশ মুখপাত্র ইগোর কোনাশেঙ্কভের দাবি, মারিয়োপোল শহরে ৩৬তম মেরিন ব্রিগেডের ১,০২৬ জন সেনাকর্মী তাঁদের অস্ত্র রেখে আত্মসমর্পণ করেছেন। আত্মসমর্পণকারী সেনার মধ্যে রয়েছেন ১৬২ জন সেনা আধিকারিক, তার মধ্যে ৪৭ জন মহিলা। তার আগে দুই বাহিনীর মধ্যে সংঘর্ষে শতাধিক জখম হয়েছেন বলেও জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক।
আরও পড়ুন- New York crime: বন্দুকবাজের হানা নিউ ইয়র্কের ব্রুকলিনের সাবওয়েতে, গুলিবিদ্ধ ৫ জন
প্রসঙ্গত, পূর্ব ইউক্রেনের বন্দর শহর মারিয়োপোল ভৌগোলিক দিক থেকে রাশিয়ার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওয়াকিবহাল মহলের ধারণা, রাশিয়া অধিকৃত ক্রাইমিয়ার সঙ্গে অধুনা স্বাধীনতা ঘোষণা করা ডনেৎস্ক এবং লুহানস্ক এলাকাকে (ডনবাস এলাকা) যুক্ত করতে চায় মস্কো। এই সংযোগসাধনের জন্য প্রয়োজন বন্দর শহর মারিয়োপোল দখল করা। সেই কারণেই মারিয়োপোল রাশিয়ার কাছে এত গুরুত্বপূর্ণ। বস্তুত, এই শহর দখল লড়াইয়ে ইতিমধ্যেই হাজারের উপর সাধারণ মানুষের মৃত্যু হয়েছে বলে ইউক্রেনের দাবি।