ইজরায়েলের জন্য ফের আরও একটি রণতরী পাঠাল আমেরিকা। এই রণতরীটি যুদ্ধবিমান পরিবহণ করতে সক্ষণ। ভূমধ্যসাগরে এই যুদ্ধজাহাজ পাঠানো হবে। আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট আইসেনহাওয়ারের নাম অনুযায়ী ওই যুদ্ধজাহাজের নামকরণ করা হয়েছে।
আমেরিকার তরফে জানানো হয়েছে, খুব শীঘ্রই আগের রণতরীর সঙ্গে কাজ শুরু করবে নতুন এই যুদ্ধজাহাজ। শনিবার এবিষয়ে আমেরিকার বিদেশ সচিব জানিয়েছেন, ইজরায়েলের নিরাপত্তার জন্য এই রণতরী পাঠানো হল। যুদ্ধ প্রতিরোধ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
Read More- গাজার বাসিন্দাদের সবরকম সহযোগিতার আশ্বাস বাইডেনের, বিবৃতি হোয়াইট হাউজের
এদিকে প্যালেস্টাইনের পাশে দাঁড়িয়েছে ইরান। তেহরান জানিয়েছে, গাজাতে ফের নতুন করে ইজরায়েল হামলা চালালে তার ফল খুব খারাপ হবে। এমনকি ইজরায়েলকে হুমকি দিয়েছে সন্ত্রাসবাদী সংগঠন হেজবুল্লার এক শীর্ষনেতাও।