ইউক্রেনে (Ukraine) আগ্রাসনের নীতি থেকে সরছে না রাশিয়া (Russia)। শনিবার আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের (Joe Biden) সঙ্গে দীর্ঘ একঘণ্টা ফোনালাপ হয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin)। ইউক্রেনের আভ্যন্তরীন বিষয়ে হস্তক্ষেপ করলে রাশিয়াকে জবাব দেবে আমেরিকা ও আমেরিকার মিত্র শক্তি। ফোনালাপে পুতিনকে সতর্ক করে বাইডেন জানিয়েছেন, ইউক্রেনে আগ্রাসন নীতি নিলে ফল ভুগতে হতে পারে রাশিয়াকে।
হোয়াইট হাউজের (White House) বিবৃতি অনুযায়ী, বাইডেন ও পুতিনের ফোনালাপে কোনও সমাধান সূত্র উঠে আসেনি। বাইডেন সতর্ক করেছেন, আগ্রাসন নীতি বজায় রাখলে রাশিয়ার মানুষকে ভুগতে হবে। রাশিয়ার অবস্থানও বদলাতে বাধ্য করবে আমেরিকা। বিবৃতি থেকে জানা গিয়েছে, এখনও কূটনৈতিক সিদ্ধান্ত বজায় রাখতে চাইছে আমেরিকা। তবে সঙ্গে পরিস্থিতি পালটালে কী হতে পারে, তারও প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন।
আরও পড়ুন: সিরিয়ায় নিহত আইএস প্রধান, বিরাট সাফল্যের দাবি বাইডেনের
বাইডেন ও পুতিনের ফোনালাপের একদিন পরই আমেরিকার নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভানের মন্তব্য নিয়েও জল্পনা দানা বাধছে। আমেরিকার গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী,কয়েকদিনের মধ্যে ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া। রাশিয়ার মিত্রশক্তি চিন। আগামী ২০ ফেব্রুয়ারি থেকে বেজিংয়ে শুরু হচ্ছে শীতকালীন অলিম্পিক্স। এই সময় রাশিয়া কোনও বড় সিদ্ধান্ত নিতে পারে বলে মনে করছে আমেরিকা। এর আগে মার্কিন প্রশাসন বলেছিল, অলিম্পিক্স শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করবে রাশিয়া। কারণ রাশিয়া মিত্রশক্তি চিনকে কোনও ভাবেই চটাতে চায় না।
আরও পড়ুন: দীর্ঘ ২ বছর পর করোনা নিষেধাজ্ঞা শিথিল ব্রিটেনে
কিন্তু মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান শুক্রবার সাংবাদিকদের জানিয়েছেন, গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী অলিম্পিক্স চলাকালীনই ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া। ইউক্রেন সীমান্তের কাছে প্রায় এক লক্ষের বেশি সেনা জড়ো করেছে রাশিয়া। কোনও আগ্রাসী পদক্ষেপের কথা মানতে চাননি সুলিভান।