গুজরাত নির্বাচনের আগে, বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। তাঁর রাজ্যের দুই জেলায় বসবাসকারী বাংলাদেশ, আফগানিস্তান এবং পাকিস্তান থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারসি ও খ্রিষ্টানদের নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল। মূলত গুজরাতের দুই জেলায় এই বাসিন্দা থাকেন। ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনেই আওতায় তাঁদের নাগরিকত্ব দেওয়া হবে বলে জানিয়েছে অমিত শাহের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, আনন্দ ও মেহেসেনা জেলায় থাকা মুসলিমদের বাদে বাকি সম্প্রদায়, যাঁরা প্রতিবেশী বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে এসেছেন তাঁদের নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। এমনকী, এই বাসিন্দাদের ছাড় দেওয়া হয়েছে ভারতের মাটিতে পাঁচ বছর থাকতেই হবে এই নিয়ম থেকে।
ভোট হবে গুজরাতে। কিন্তু নজর রেখে বাংলা। তাই অমিত শাহের এই সিদ্ধান্তের একযোগে তীব্র সমালোচনা করেছে তৃণমূল ও সিপিএম। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের অভিযোগ, মোরবির দুর্ঘটনা থেকে নজর ঘোরাতেই এই সিদ্ধান্ত। সিপিএম নেতা সুজন চক্রবর্তীর দাবি, গুজরাত নিয়ে চিন্তায় আছে বিজেপি। তাই এই ধরণের পদক্ষেপ।