প্রেমের দিন, মানে ভ্যালেন্টাইন্স ডে এসে গেল। মন তো ফুরফুরে থাকবেই। আবার এই সময় মাঝেই সাঝেই মনে পড়ে যাবে ছেড়ে আসা প্রেমের কথা। ‘স্মৃতি সততই সুখের’, প্রাক্তন প্রেমের ক্ষেত্রে সবসময় এই প্রবাদ সত্যি নাও হতে পারে। সম্পর্ক থেকে বেরিয়ে হাঁফ ছেড়ে বেঁচেছেন, কেউ বা এখনও মরছেন গুমরে। প্রাক্তনদের নিয়ে মনের ঝাল মেটানোর মতো অভিনব এক উদ্যোগ নিল মার্কিন এক চিড়িয়াখানা। তিতিবিরক্ত হয়ে ওঠা প্রাক্তন প্রেমের নামে আরশোলা-ইঁদুরের নাম রাখার সুযোগ করে দিচ্ছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
টেক্সাসের সান আন্তোনিও চিড়িয়াখানায় ৫ ডলারের বিনিময়ে কিছু সবজি, ১০ ডলারের বিনিময়ে আরশোলা, আর ২৫ ডলারের বিনিময়ে একটি আস্ত ইঁদুরের নাম রাখা যাবে প্রাক্তন প্রেমিক/প্রেমিকাদের নামে। এরাই আবার চিড়িয়াখানার অন্য জন্তুদের শিকার হয়ে উঠবে।
গ্যাঁটের টাকা আরও একটু খসালে, দেড়শ ডলারে আরও দারুণ অফার, চিড়িয়াখানার বাঘ, সিংহ বা হরিণ-বাঁদর আপনার প্রাক্তনকে (প্রাক্তনের নামে নামকরণ করা আরশোলা, ইঁদুর বা সব্জি) একটু একটু করে খেয়ে নিচ্ছে, সেই ভিডিয়ো আপনিই পাঠাতে পারবেন এক্স গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে।