চিনের (China) কোনও একটি ল্যাবরেটরি থেকে দুর্ঘটনাক্রমে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস (Corona Virus) । এবার এমনই দাবি করল মার্কিন এনার্জি ডিপার্টমেন্ট (America Energy Department) । ওয়াল স্ট্রিট জার্নালের (WSG) একটি প্রতিবেদনে বলা হয়েছে, কীভাবে বিশ্বব্যাপী ভাইরাসটি ছড়িয়ে পড়ে, সেই বিষয়ে আগে কোনও সিদ্ধান্তে আসতে পারছিল না এনার্জি ডিপার্টমেন্ট । তবে সম্প্রতি, পাঁচ পাতারও কম একটি প্রকাশিত রিপোর্টে দাবি করা হয়েছে,চিনের এক ল্যাবরেটরি থেকে সম্ভবত দুর্ঘটনাবশত করোনা ছড়িয়ে পড়েছে ।
২০১৯ সালের শেষে চিনে আচমকাই করোনা ভাইরাসের হানা । যা ধীরে ধীরে গোটা বিশ্ব ছড়িয়ে পড়ে । কোথা থেকে এর উৎপত্তি, কীভাবে ছড়িয়ে পড়েছিল, তিন বছর পর তা জানা যায়নি । তবে যেহেতু চিন থেকেই এই সংক্রমণ শুরু হয়,তাই প্রথম থেকেই অভিযোগ উঠেছিল, চিনা ল্যাব থেকে এই ভাইরাস ছড়িয়ে পড়ে । চিনের বিরুদ্ধে আগেও এই অভিযোগ তুলেছিল আমেরিকা । এবারও একই অভিযোগ রয়েছে । তবে, নতুন তথ্য যোগ হয়েছে । নতুন তথ্য অনুযায়ী, মার্কিন 'এনার্জি ডিপার্টমেন্ট' সিদ্ধান্তে
এসেছে যে চিনা ল্যাবে একটি দুর্ঘটনার কারণেই সম্ভবত করোনভাইরাস মহামারির সৃষ্টি হয়েছিল । মার্কিন কংগ্রেসের তরফে আপডেটেড নথি না চাওয়া হলেও আইন প্রণেতারা, বিশেষত হাউস এবং সিনেট রিপাবলিকানরা মহামারীর উৎস সম্পর্কে তাদের নিজস্ব তদন্ত চালিয়ে যাচ্ছিলেন এবং আরও তথ্যের জন্য বাইডেন প্রশাসন ও গোয়েন্দা বিভাগের উপর চাপ সৃষ্টি করছিলেন বলে অভিযোগ । এই আবহে করোনা নিয়ে এমন তথ্য সামনে আনল আমেরিকা ।
এর আগে ২০২১ সালে এফবিআই একটি রিপোর্টে জানিয়েছিল, সম্ভবত ল্যাবের থেকেই করোনাভাইরাস ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। তবে ইচ্ছে করে এই ভাইরাস ছড়িয়ে দেওয়া হয়নি বলেই উল্লেখ করেছে এফবিআই । এবার একই মত পোষণ করল মার্কিন এনার্জি ডিপার্টমেন্ট ।