প্রেমের জন্য মানুষে কত কী-ই না করে! প্রিয় মানুষের সঙ্গে আরও একটু বেশি সময় কাটানোর জন্য বিবিধ চাতুরির আশ্রয় নিতেও পিছপা হয় না। কিন্তু, এক বান্ধবীর সঙ্গে নববর্ষের রাতটা কাটাবেন বলে আরেক বান্ধবীর কাছে 'অপহরণের নাটক'? এমনটা ভাবতে পারেন কম মানুষই! অস্ট্রেলিয়ার ৩৫ বছরের যুবক পল লেরার কাণ্ড দেখে চোখ কপালে পুলিশেরও! ঘটনার সূত্রপাত, ৩১ ডিসেম্বর সন্ধেবেলা। একটি জরুরি কাজে যাচ্ছেন বলে বেরোন পল। তারপর রাত্রিবেলা তাঁর বান্ধবীর কাছে একটি টেক্সট মেসেজ আসে। যেখানে লেখা, একজন যৌনকর্মী অপহরণ করেছেন পলকে।
যৌনকর্মীদের সঙ্গে পল লেরার সম্পর্কের 'ইতিহাস'-কে মাথায় রেখে সে কথা বিশ্বাস করেন তাঁর বান্ধবী এবং ঝটিতি পুলিশকে খবর দেন। পুলিশ ওই এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে দেখে, পল তাঁর অপর বান্ধবীর বাড়িতে ঢুকছেন ব্যাগপত্র নিয়ে।
ওই ঘটনার পরদিন পল নিজে তাঁর বাবাকে ফোন করে জানান, তাঁকে ওই অপহরণকারী একটা গাড়িতে আটকে রেখে পালিয়েছে।
নিউ সাউথ ওয়েলসের পুলিশ তদন্ত করে জানতে পেরেছে, ওই ফোনটি করার পর পল তাঁর অপর বান্ধবীর সঙ্গে ওই মহিলার বাড়ি থেকে বেরিয়ে যান। এবং, ওই মহিলাই তাঁকে তাঁর নিজের গাড়িতেই ছেড়ে চলে যান!
ঘটনার তদন্ত করতে গিয়ে রীতিমতো বিরক্ত নিউ সাউথ ওয়েলসের পুলিশ। তাঁদের পক্ষ থেকে জানানো হয়, "অদ্ভুত ঘটনা! আমাদের অনেকটা সময় ও অর্থ অপচয় হল এর পিছনে শুধু"।