কানাডা থেকে আমেরিকায় বেআইনিভাবে অনুপ্রবেশের চেষ্টা। আর তাতেই হল বিপত্তি। সেন্ট লরেন্স নদীতে নৌকা উল্টে গিয়ে মৃত্যু হল এক ভারতীয় পরিবারের সদস্য সহ মোট ৮ জনের। যাদের মধ্যে ২ জন শিশুও রয়েছে। মৃতদেহগুলিকে উদ্ধার করা হয় কানাডা-আমেরিকার লাগোয়া একটি জলাভূমি থেকে। প্রাথমিক তদন্তের পর অনুমান, বেআইনিভাবে আমেরিকায় প্রবেশ করার চেষ্টা করছিলেন তাঁরা। নৌকাডুবি হওয়ায় তাঁরা জলে ডুবে মারা যান। মৃতদের কাছ থেকে পাসপোর্ট উদ্ধার করা হয়েছে।
যে অঞ্চল থেকে দেহগুলি উদ্ধার করা হয়েছে তা কানাডার মোহকের অন্তর্গত। মোহক আদিবাসী অঞ্চল কানাডার ওন্টারিয়ো ও কিউবেকের মাঝামাঝি অবস্থিত।
পুলিশের অনুমান কানাডা থেকে অবৈধ ভাবে আমেরিকায় প্রবেশের সময় কোনও কারণে তাঁদের মৃত্যু হয়েছে। যদিও, খুনের তত্ত্বও একেবারে উড়িয়ে দিচ্ছে না পুলিশ। মৃত্যুর কারণ জানার জন্য দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।