সঙ্গীত কোনও সীমান্ত মানে না! এ কথা জানি আমরা সকলেই। কিন্তু, যদি এমনটা শোনা যায় যে, বিমানবন্দরের সিকিউরিটি (Azerbaijan airport) চেকিং-এর সময় গান গাইতে বলা হয়েছে এক যাত্রীকে, তাহলে?
হ্যাঁ, ঠিক এমনটাই ঘটেছে আজারবাইজানের বিমানবন্দরে। আজারবাইজান থেকে ভারতে ফিরছিলেন এক যাত্রী। যাঁর নাম কবীর সিং। তিনি একজন গায়কও বটে। তাঁকেই বলা হয় একটি গান গাইতে। কোন গান জানেন? জনপ্রিয় সিনেমা 'আশিকি টু'-এর 'তুম হি হো' (Tum hi ho)! জানা গিয়েছে, আজারবাইজানের রাজধানীর (Azerbaijan airport) বাকু'র বিমানবন্দরের ওই নিরাপত্তারক্ষীরা অরিজিৎ সিংয়ের (Arijit Singh) গানের প্রবল ভক্ত। তাঁরাই অনুরোধ করেন, অরিজিৎ সিং-এর দেশের লোক, তুম হি হো গেয়ে শোনান!
আরও পড়ুন: বৃদ্ধ বাবাকে বেধড়ক মার ছেলের, ভাইরাল হল রাজস্থানের ভিডিও
ওই গায়ক কবীর সিং তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট (Instagram account) থেকে একটি পোস্ট করে লেখেন, 'এভাবেই গায়করা বিমানবন্দরে চেক ইন করে'! জানা গিয়েছে, তাঁর সঙ্গে থাকা গিটারটি নিরাপত্তার জন্য পরীক্ষা করার সময়ই নিরাপত্তারক্ষীরা মজার ছলে তাঁর কাছে একটি গান শুনতে চান। সেই গানটিই হল 'তুম হি হো'। বলাই বাহুল্য, এই অনুরোধ রাখতে এক মুহূর্তের জন্যও দ্বিধা করেননি কবীর।
উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর ওই ভিডিয়োটি (Viral video) ইনস্টাগ্রামে পোস্ট করেন কবীর সিং। তাঁর ভিডিয়ো ঘিরে রীতিমতো উন্মাদনা তৈরি হয়েছে। এখনও পর্যন্ত ২৪ লক্ষের বেশি মানুষ দেখে ফেলেছেন সেই ভিডিয়ো।