ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছে। ইউক্রেনে আটকে পড়া ভারতীয় পড়ুয়াদের প্রত্যেকেই যে কোনওভাবে নিজের দেশে ফিরে আসার জন্য প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন। যদিও, বাস্তবের চিত্রটা অত সহজ নয়। ইউক্রেন সীমান্ত পার করে দেশে ফেরার বিমান ধরার প্রক্রিয়াটি অত্যন্ত কঠিন এবং করসাপেক্ষ।
ইউক্রেনে আটকে পড়া তেমনই এক ভারতীয় রোশন কুমার Editorji-কে জানালেন ইভানো-ফ্রাঙ্কিভসক থেকে স্লোভাকিয়া সীমান্ত পর্যন্ত পৌঁছানোর কষ্টকর যাত্রার কথা। ট্যাক্সি ভাড়া যেখানে ১,৫০০ টাকার বেশি হওয়াই উচিত নয়, সেখানে ট্যাক্সিওয়ালারা প্রায় ১,০০০ ডলার বা ৭৫,০০০ টাকা পর্যন্ত হাঁকছেন! রোশনের আরও দাবি, সীমান্ত পার করে দেওয়ার জন্য সীমান্তরক্ষাকারী কর্মীরা অভাবনীয় অঙ্কের টাকার দাবি করছেন।
প্রসঙ্গত, যত দ্রুত সম্ভব ইউক্রেন সীমান্ত পার করে প্রতিবেশি দেশগুলিতে আশ্রয় নেওয়ার ব্যাপারে ভারত সরকার ইতিমধ্যেই ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের পরামর্শ দিয়েছেন।