রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের (Russia Ukraine War) ৩৩ তম দিনে আরও একবার উঠল ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কিকে (Volodymyr Zelenskyy) খুনের চেষ্টার অভিযোগ। অভিযোগ, এবার ২৫ জনের একটি দলকে জেলেনস্কিকে খুন করার জন্য পাঠিয়েছিল মস্কো।
কিয়েভ পোস্টের দাবি, স্লোভাকিয়া-হাঙ্গেরি সীনান্ত রুশ স্পেশাল সার্ভিসের এই সামরিক দলটিকে গ্রেফতার করা হয়৷ ইউক্রেনের প্রেসিডেন্টকে হত্যা করাই তাদের উদ্দেশ্য ছিল।
আরও পড়ুন: Russia Ukraine War: যুদ্ধ বন্ধের উদ্যোগ, তুরস্কে বৈঠকে বসবে রাশিয়া-ইউক্রেন
এর আগেও একাধিকবার জেলেনস্কিকে হত্যার ছক ভেস্তে গিয়েছে৷ এর আগে, মার্চের শুরুতে জেলেনস্কিকে হত্যার জন্য, দু'টি দলকে পাঠানো হয়েছিল।
এই দু'টি দলের একটি হল ওয়াগনার গ্রুপ (Wagner Group) এটি একটি বেসরকারি দল। স্পেশাল কমব্যাট অপারেশনের জন্য এদের পাঠানো হয়। অন্য দলটি হল চেচেন স্পেশাল ফোর্স।