ইউক্রেনে (Ukraine) আরও একজন ভারতীয় ছাত্রের মৃত্যু হল। রুশ (Russia) বাহিনী ইউক্রেন আক্রমণ করার পর এখনও পর্যন্ত দু'জন ভারতীয় পড়ুয়া প্রাণ হারালেন।
চন্দন জিন্দাল (Chandan Jindal) নামে ওই পড়ুয়ার বয়স ২২। তিনি ডাক্তারি পড়তে ওই দেশে গিয়েছিলেন। ভিনেৎস্তার (Vinnytsia) মেমোরিয়াল মেডিক্যাল ইউনিভার্সিটির ভিনেৎস্তা ন্যাশনাল পায়রোগভের (Vinnytsia National Pyrogov) পড়ুয়া ছিলেন চন্দন।
জানা গিয়েছে, হৃদরোগে আক্রান্ত
হওয়ার পর ওই পড়ুয়াকে ভিনেৎস্তার কিভিস্কা স্ট্রিট এমারজেন্সি হাসপাতালে (Emergency Hospital Vinnytsia Kyivska street 68) ভর্তি করা হয়।
হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়।
চন্দনের বাবা ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের কাছে চিঠি লিখেছেন। তাঁর আর্জি, নিহত সন্তানের দেহ দেশে ফেরাতে সাহায্য করুক সরকার।
ইতিমধ্যেই কর্নাটকের বাসিন্দা এক পড়ুয়া খারকিভে নিহত হয়েছপন। তাঁর দেহ দেশে ফেরানোর চেষ্টা চলছে।
ইউক্রেনের আকাশসীমা বন্ধ থাকায় পড়শি দেশের মধ্যে দিয়ে দেহ ভারতে ফেরাতে হবে।