আমেরিকায় ফের রহস্যমৃত্যু এক ভারতীয় ছাত্রের। ঘটনাটি ঘটেছে শুক্রবার ওহিওতে। ভারতীয় দূতাবাস জানিয়েছে, এই ঘটনায় মর্মাহত ও রীতিমত আতঙ্কিত আমেরিকার ভারতীয় প্রবাসীরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওহিও-র ক্লিভল্যান্ডে উচ্চশিক্ষার জন্য যান মিস্টার উমা সত্য সাই গাদে। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। আমেরিকায় চলতি বছর জানুয়ারি মাস থেকে ভারতীয় বা ভারতীয় বংশোদ্ভূতদের উপর আক্রমণ চালানো হচ্ছে। গতবছরও একাধিক পড়ুয়ার মৃত্য হয় আমেরিকার একাধিক স্টেটে।