অবলুপ্ত হতে পারে পেঙ্গুইন। এমনই দাবি করল পশ্চিমী গবেষণা সংস্থা। সম্প্রতি আন্টার্টিকা মহাদেশের জীববৈচিত্র নিয়ে গবেষণা করে PLOS বায়োলজি নামে একটি সংস্থা। তাঁদের প্রকাশিত রিপোর্টে উঠে এসেছে চাঞ্চল্যতর তথ্য। জানানো হয়েছে, ২১০০ সালের মধ্যে বিলুপ্ত হয়ে যাবে পেঙ্গুইন। আর তার জন্য দায়ি বিশ্ব উষ্ণায়ন।
রিপোর্টে বলা হয়েছে, বিশ্ব উষ্ণায়ন ও দূষণের মাত্রা না কমলে দক্ষিণ গোলার্ধের অধিকাংশ জীবের অস্তিত্ব সংকট দেখা দিতে পারে। দূষণ না কমলে ৬৫ শতাংশ পেঙ্গুইন এই শতাব্দীর শেষে বিলুপ্ত হয়ে যাবে। গোটা বিশ্বের ১২টি দেশের ২৮টি বিশ্ববিদ্যালয় এই গবেষণায় যুক্ত ছিল। PLOS-এর রিপোর্টে উঠে এসেছে, গ্লোবাল ওয়ার্মিং ও দূষণে মোট ১৮ রকম পেঙ্গুইন প্রজাতি অস্তিত্ব বিপন্ন।