ইউক্রেনে আক্রমণ শুরু করার পর রাশিয়া (Russia) দাবি করেছিল, যুদ্ধ শুরু করেছে কিয়েভ (Kyiv)। দু'টি বিচ্ছিন্নতাবাদী প্রদেশে হামলা শুরুর মাধ্যমেই যুদ্ধ শুরু করে ইউক্রেন (Ukraine)। সেই দাবি কার্যত উড়িয়ে দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। তাঁর দাবি, ইউক্রেন কখনওই যুদ্ধের পথে হাঁটেনি। কিন্তু মস্কো যুদ্ধ চাপিয়ে দিয়েছে।
অন্যদিকে, রাশিয়াতেও শুরু হয়ে গিয়েছে যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ। সেন্ট পিটার্সবার্গে জড়ো হয়ে প্রতিবাদ জানান রুশ নাগরিকদের একাংশ। তাঁদের অনেককে আটক করে পুলিশ।
আরও পড়ুন: Russia Ukraine War Crisis: একরত্তি শিশুর জন্য কাঁদছেন বাবা, দেখুন ইউক্রেনের মর্মান্তিক ভিডিয়ো
আর্ন্তজাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, অন্তত ৭০০ যুদ্ধবিরোধী প্রতিবাদীকে আটক করেছে রুশ প্রশাসন। মস্কোতেও পুশকিন স্কোয়ারে প্রতিবাদ জানিয়েছেন অন্তত ২০০০ মানুষ।