শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হতে চলেছেন বামপন্থী নেতা অনুরাকুমার দিশানায়েক। তিনি পিপলস লিবারেশন ফ্রন্টের নেতা। নির্বাচনে মোট ৩৮ জন প্রার্থী ছিলেন। তার মধ্যে দিশানায়েকই সর্বোচ্চ ভোট পেয়েছেন। তাঁর প্রাপ্ত ভোটের পরিমাণ ৪২.৩১ শতাংশ।
এর আগে প্রেসিডেন্ট হিসেবে ছিলেন রনিল বিক্রমসিঙ্ঘে। তিনিও নির্বাচনে দাঁড়িয়েছিলেন। তাঁর প্রাপ্ত ভোট রয়েছে ১২.২৭ শতাংশ.্ ভোট শতাংশের নিরিখে তাঁর স্থান তৃতীয়। অন্যদিকে দ্বিতীয় স্থানে রয়েছেন শ্রীলঙ্কার পার্লামেন্টের বিরোধী দলনেতা সাজিথ প্রেমদাসা। তাঁর প্রাপ্ত ভোটের পরিমাণ ৩২.৭৬ শতাংশ।
যদিও ২০১৯ সালে ভোটের চিত্রটা ছিল সম্পূর্ণ আলাদা। মাত্র ৩ শতাংশ ভোট পেয়েছিলেন দিশানায়েকের নেতৃত্বাধীন বাম জোট। কিন্তু পাঁচ বছরের মধ্যেই পুরো চিত্র বদল হয়েছে। যদিও এর কারণ হিসেবে অনেকেই শ্রীলঙ্কার টালমাটাল পরিস্থিতিকেই দায়ি করেছেন।