ইসরায়েলের (Israel-Palestine Crisis) দক্ষিণ সীমান্ত পার করছে প্যালেস্তাইনের সশস্ত্র গোষ্ঠী হামাস (Hamas Group)। আকাশে উড়ছে হাজার হাজার রকেট। ফাইটার প্লেন ঘুরছে ইজরায়েল সীমান্ত জুড়ে। শনিবার হামাসের সশস্ত্র সেনাবাহিনীর এই নতুন অপারেশেন নতুন করে উত্তপ্ত হয়েছে সংঘাত। যুদ্ধঘোষণা করেছে ইজরায়েলও।
প্যালেস্তাইন সেনাবাহিনীর সংগঠন আল-কাসাম একটি ভিডিয়ো রিলিজ করেছে। ওই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিয়োতে দেখা যায়, বাইকে, পায়ে হেঁটে ইসরায়েলের সীমান্তে প্রবেশ করছে প্য়ালেস্তাইনের।
আরও পড়ুন:প্রায় ৫০০০ রকেট নিক্ষেপ, নজিরবিহীন হামলা প্যালেস্তাইনের, যুদ্ধ ঘোষণা ইসরায়েলের
ইসরায়েল ইতিমধ্যেই যুদ্ধঘোষণা করেছে। গাজার জবাবে, পাল্টা বিমান হামলা করেছে ইসরায়েল। এরপরই দুই সেনাবাহিনীর মধ্যেই লড়াই শুরু হয়।