গাজায় ক্রমাগত হামলা চালাচ্ছে ইজরায়েল । বিমান হামলার পাশাপাশি এখন হামাসের টানেলে অভিযান চালাচ্ছে ইজরায়েলি সেনা । বোমা হামলায় উড়িয়ে দেওয়া হচ্ছে একের পর এক সুড়ঙ্গ-ঘাঁটি । এদিকে,ইজরায়েল অভিযান জোরদার করতেই উত্তর গাজা ছেড়েছেন হাজার হাজার প্যালেস্তিনীয় ।
ইজরায়েলি সেনা জানিয়েছে, হামাসের সঙ্গে তাঁদের যুদ্ধের কারণে বুধবার ৫০ হাজার লোক শহর ছেড়ে, দক্ষিণের দিকে চলে গিয়েছেন । জানা গিয়েছে, মঙ্গলবার প্রায় ১৫০০০ মানুষ গাজা ছেড়ে পালিয়েছেন । সোমবার সেই সংখ্যা ছিল ৫ হাজার আর রবিবার ছিল ২০০০ । ইজরায়েলি বাহিনী গাজার উত্তর-দক্ষিণের রাস্তা দিয়ে কয়েক ঘণ্টার জন্য নিরাপদে বের হওয়ার সুযোগ করে দিলে বাসিন্দারা সেখান থেকে দক্ষিণের দিকে পালিয়ে যান ।
উল্লেখ্য, গত এক মাস ধরে চলা ইজরায়েল এবং হামাসের যুদ্ধ সংক্রান্ত বিষয়ে সোমবারও কোনও প্রস্তাব গ্রহণ করতে পারেনি রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ । গাজায় নিহতের সংখ্যা ইতিমধ্যে ১০ হাজার ছাড়িয়েছে । এর মধ্যে ৪ হাজারের ওপর শিশু রয়েছে। সোমবার দু'ঘণ্টার বেশি সময় ধরে ক্লোজড ডোর বৈঠক করে নিরাপত্তা পরিষদ । তাতেও ঐক্যমত হয়নি ৷