যুদ্ধাপরাধের কারণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আন্তর্জাতিক ফৌজদারি আদালত আইসিসির। ইউক্রেন যুদ্ধ চলাকালীন শিশুদের বেআইনিভাবে নির্বাসনে পাঠানোর অভিযোগ রয়েছে। যদিও এই গ্রেফতারি পরোয়ানাকে গুরুত্ব দিচ্ছে না মস্কো।
দ্য হেগের বিচারপতিরা প্রথমে এই পরোয়ানাকে গোপন রাখবে ভেবেছিলেন। কিন্তু পরবর্তীকালে তা প্রকাশ্যে আনার সিদ্ধান্ত নেন আন্তর্জাতিক ফৌজদারি আদালত। যদিও ক্রেমলিনের দাবি, রাশিয়ার প্রেসিডেন্ট ওই আদালতের আওতায় পড়েন না। তাই তাদের পরোয়ানার কোনও অর্থই নেই। রাশিয়ার বিদেশমন্ত্রকের মুখপাত্র মারিয়া জ়াখারোভা বলেন, রাশিয়া ওই আদালতের বিচারের আওতায় নেই। তাই তারা কী বলল, তা নিয়ে কোনও মাথাব্যথা নেই। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইউক্রেন। ইউক্রেনের সেনা আধিকারিক টুইটে জানিয়েছে, "এই সবে শুরু।"
এদিকে রাশিয়ার আগ্রাসন এখনও থামেনি। ক্রমশ যুদ্ধের ধার বাড়াচ্ছে। মাটি কামড়ানোর চেষ্টা করছে ইউক্রেনও। চিন, ইরানের মতো আমেরিকা বিরোধী দেশ রাশিয়ার পাশে দাঁড়িয়েছে। আমেরিকা কোনও পদক্ষেপ নেয় কিনা, সেই দিকে তাকিয়ে তামাম বিশ্ব।