এত দিন পর্যন্ত চাঁদের মাটিতে পা রেখেছেন কেবল মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকরাই। তবে 'নাসা'র হাত ধরে এই প্রথম চাঁদের নাটিতে পা রাখতে চলেছেন একজন নন-আমেরিকান। জাপানের প্রধানমন্ত্রী ফুমিয়ো কিশিদাকে পাশে বসিয়ে এই ঘোষণা করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, নাসার আগামী চন্দ্রাভিযানে দুজন জাপানি মহাকাশচারী থাকবেন৷ তাঁদের মধ্যে একজন হবেন প্রথম নন-আমেরিকান, যিনি চাঁদের মাটিতে পা রাখবেন।
২০২৬ সালের মধ্যে চাঁদে মহাকাশচারী পাঠাবে নাসা। জোরকদমে চলছে 'আর্টেমিস' অভিযানের কাজ। জাপানের প্রধানমন্ত্রী কিশিদা বলেন, নাসার আর্টেমিস অভিযানে শামিল হওয়ার মতো একটি আস্ত রোভার তৈরি করে দেবে জাপান। সে দেশের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সা আর্টেমিস অভিযানে নাসার শরিক। জানুয়ারিতেই চাঁদের মাটি ছুঁয়েছে জাপানের মহাকাশযান 'স্লিম'। এর মাধ্যমে আমেরিকা, রাশিয়া, চীন, ভারতের পর পঞ্চম দেশ হিসাবে চাঁদে পৌঁছনোর স্বীকৃতি পেয়েছে জাপান।
চাঁদে প্রথম পা রেখেছিলেন নীল আর্মস্ট্রং। তাঁর সঙ্গে ছিলেন এডউইন অলড্রিনও৷ দুজনেই মার্কিন। এখনও পর্যন্ত মোট ১২ জন চাঁদে পা রেখেছেন, সকলেই আমেরিকান। ২০৩০ সালের মধ্যে চাঁদে মহাকাশচারী পাঠাতে চায় চীনও।