ইকুয়েডরে ভয়ঙ্কর ভূমিকম্প। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১৪ জন। আহত প্রায় ৪০০ জন। যুদ্ধকালীন তৎপরতায় আহতদের উদ্ধারকাজ চলছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে খবর।
ইউএস জিওলজিক্যাল সার্ভের রিপোর্ট অনুযায়ী, কম্পনের মাত্রা ছিল ৬.৮। ভারতীয় সময় রাত ১০টা ৪২ মিনিটে ভূমিকম্পটি হয়। আচমকা ভূমিকম্পে কেঁপে ওঠে এলাকা। ভেঙে পড়ে একাধিক বাড়ি, স্বাস্থ্যকেন্দ্র, সরকারি দফতর। জানা গিয়েছে প্রায় ৪৪টি বাড়ি ভেঙে পড়েছে। অনেক বাড়ি ক্ষতিগ্রস্তও হয়েছে। ভূমিকম্পে পেরুর কিছু অংশ কেঁপে ওঠে।
ইকুয়েডরের প্রেসিডেন্ট গুইলেরমো লাসো টুইট করে এই ঘটনায় দুঃখপ্রকাশ করেন।