হ্যালোউইনের রাতে মর্মান্তিক দুর্ঘটনা দক্ষিণ কোরিয়ায়। রাজধানী সিওলের একটি সংকীর্ণ গলিতে প্রায় লক্ষাধিক লোকের ভিড় হয়েছিল। সেখানেই ভিড়ের চাপে প্রায় ১৫০ জন পদপিষ্ট হয়েছেন বলে খবর। ইতিমধ্যেই মৃত্যু হয়েছে প্রায় ১৫০ জনের। গোটা ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়ুল।
জানা গিয়েছে, ৩১ অক্টোবর হ্যালোউইন উপলক্ষ্যে সিওলের বাজারে কেনাকাটায় ব্যস্ত ছিলেন মানুষজন। স্থানীয় সূত্রে খবর, শনিবার রাতে সেখানে প্রায় লক্ষাধিক লোকের ভিড় হয়েছিল। এরপরেই ভিড়ে ঠাসা সংকীর্ণ গলিতে পদপিষ্ট হন প্রায় শতাধিক মানুষ। এদের মধ্যে বেশ কিছু মানুষ ভিড়ের চাপে জ্ঞান হারান। খবর পেয়ে এলাকায় যায় দমকল বাহিনী। আহতদের মধ্যে বেশিরভাগই তরুণ-তরুণী বলেই খবর।
আরও পড়ুন- T20 World Cup: T20 বিশ্বকাপ জমিয়ে দিল বৃষ্টি, শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ শীর্ষে নিউজিল্যান্ড
পরিস্থিতির গুরুত্ব বুঝে স্থানীয়রাই তড়িঘড়ি আক্রান্তদের সিপিআর দেওয়ার ব্যবস্থা করেন। যুদ্ধকালীন তৎপরতায় অ্যাম্বুলেন্সে তুলে আক্রান্তদের পাঠানো হয় হাসপাতালে। তবে মৃতের আরও বাড়তে পারেই আশঙ্কা স্থানীয় প্রশাসনের।