সোমবারের প্রার্থনার সময় জোড়াল বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের পেশোয়ার। স্থানীয় পুলিশ লাইনের মধ্যে এই বিস্ফোরণে কমপক্ষে ১৭ জন মারা গিয়েছে খবর মিলেছে। জখম কমপক্ষে আরও ১০০ জন। বিস্ফোরণের অভিঘাতে মসজিদের একাংশ মাটির নীচে চলে গিয়েছে। সেখানেও অনেকে আটকে রয়েছেন বলে প্রাথমিক ভাবে দাবি করা হয়েছে। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলেই আশঙ্কা। পেশোয়ার প্রশাসন জানিয়েছে, এদিন দুপুরে এই বিস্ফোরণ হয়। প্রার্থনায় জড়ো হয়েছিল বহু মানুষ।
এদিন দুপুর পৌনে দুটো নাগাদ প্রার্থনার জন্য সবাই এই মসজিদে এসেছিলেন। তখনই বিকট আওয়াজে কেঁপে ওঠে এই এলাকা। প্রাণ বাঁচাতে শুরু হয় হুড়োহুড়ি। ততক্ষণে রক্তাক্ত প্রায় গোটা এলাকা। খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে যায় পুলিশ। কিন্তু বিস্ফোরণের ফলে দুমড়ে যায় ঘটনাস্থল। এরপর সেনাকে তলব করা হয়।
আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। রবিবারই ভয়াভয় বাস দুর্ঘটনার সাক্ষী পাকিস্তান। তার ২৪ ঘণ্টার মধ্যেই এই বিস্ফোরণ। দেশে খাদ্যসংকট। টালমাটাল রাজনৈতিক পরিস্থিতি। তারমধ্যেই এই জঙ্গিহামলায় বিব্রত পাক সরকার।