ইস্তানবুলের নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ড। নিহত কমপক্ষে ২৯ জন। আহত একাধিক। অনেকের অবস্থাই আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
ইস্তানবুলের গভর্নর অফিসের বিবৃতি অনুযায়ী, বেসিকতাস এলাকায় ১৬ তলার একটি আবাসনে ছিল নাইটক্লাবটি। নির্মাণের কাজ চলায় আপাতত বন্ধ ছিল ক্লাব। কীভাবে এত লোক এখানে জড়ো হয়, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই ৫ জনকে আটক করা হয়েছে। নাইটক্লাবের ম্যানেজার-সহ ধৃতদের জিজ্ঞাসাবাদও চলছে।
আরও পড়ুন: আর্থিক তছরুপের অভিযোগ, মহুয়া মৈত্রের বিরুদ্ধে মামলা দায়ের ইডির