পাকিস্তানের (Pakistan) পেশোয়ারে (Peshawar) একটি মসজিদে জুম্মার নামাজ চলাকালীন ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৩০ জন প্রাণ হারিয়েছেন। কোচা রিসালদার এলাকায় ওই আত্মঘাতী বিস্ফোরণে আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন৷ তাঁদের অনেকেই আশঙ্কাজনক। বাড়তে পারে মৃতের সংখ্যা।
পুলিশ এবং উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লেডি রিডিং হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে,১০ জন আহতের অবস্থা সংকটজনক।
প্রাদেশিক সরকারের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, জঙ্গীরা প্রথমে জোর করে মসজিদে ঢোকার চেষ্টা করে। তখন পুলিশের সঙ্গে তাদের গুলি বিনিময় হয়। এরপর একজন জঙ্গী মসজিদে ঢুকে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়।
মসজিদের গেটে দু'জন পুলিশকর্মী ছিলেন। একজন জঙ্গীদের গুলিতে মারা গিয়েছেন,অন্যজন গুরুতর আহত।
আরও পড়ুন: Russia Ukraine War Conflict: ইউক্রেনের সর্ববৃহৎ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দখল নিল রাশিয়া
পাকিস্তানের মন্ত্রীসভার সদস্য শেখ রাশিদ জানিয়েছেন, এই হামলা পাকিস্তানকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র। এর নেপথ্যে বহিরাগত শক্তি রয়েছে।
উল্লেখ্য, এদিনই রাওয়ালপিন্ডিতে শুরু হয়েছে পাকিস্তান বনাম অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচ।