চিনের রেস্তোরাঁয় গ্যাস সিলিন্ডার ফেটে বিপত্তি। ঝলসে মৃত কমপক্ষে ৩১ জন। বুধবার স্থানীয় সময় রাত পৌনে নটা নাগাদ এই ঘটনা ঘটছে। প্রায় ভোর পর্যন্ত চলে উদ্ধারের কাজ। এই ঘটনায় অনেকে আহত বলে দাবি করেছে চিনের সরকারি সংবাদসংস্থা জিনহুয়া। নিংজিয়া হুই প্রদেশে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। যে রেস্তোরাঁয় এই অগ্নিকাণ্ড তার নাম ফুইয়াং। বাকি রেস্তোরাঁর মতো সেখানেও ড্র্যাগন বোট উৎসব চলছিল।