রাশিয়ার মিসাইল হামলায় (Russian Missile Attack) প্রাণ হারালেন কমপক্ষে ৩৯ জন ইউক্রেন নাগরিক (Ukraine Citizen)। আহত হয়েছেন ১০০ জনের বেশি। শুক্রবার রাশিয়ান মিসাইল হানা দেয় ইউক্রেনের একটি জনবহুল রেল স্টেশনে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদোমির জেলেনেস্কি (Vladimir Jelenski) জানান, পূর্ব দোনেস্কের একটি রেলওয়ে স্টেশন ক্রামাটস্কে ছিলেন বেশ কিছু যাত্রী। সেখানে মিসাইল হামলা করেছে রাশিয়া। নাগরিকদের উদ্ধার করার জন্য ব্যবহার করা হত রেলওয়ে স্টেশনটি।
সোশ্যাল মিডিয়ায় একটি ফটো শেয়ার করেন ইউক্রেনের প্রেসিডেন্ট। যেখানে দেখা গিয়েছে, মিসাইল হামলায় ট্রেনের জানলার কাঁচ গুঁড়িয়ে গিয়েছে। স্টেশনের আউটডোর এলাকায় মালপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। স্টেশনে পড়ে আছে মৃতদেহও। ইউক্রেন সরকারের পক্ষ থেকে জানা গিয়েছে ১০০-এর বেশি মানুষ ঘটনায় আহত হয়েছেন। জেলেনেস্কি বলেন, "অমানবিক রাশিয়া একই পদ্ধতিতে আক্রমণ চালিয়ে যাচ্ছে। যুদ্ধক্ষেত্রে আমাদের সামনে দাঁড়ানোর ক্ষমতা নেই। কিন্তু দেশের নাগরিকদের মেরে হত্যালীলা চালাচ্ছে। অপরিসীম শয়তানি। এবার যদি শাস্তি দেওয়া না হয়, এটা কখনও বন্ধ হবে না।"
আরও পড়ুন: রানওয়েতে জরুরি অবতরণের সময় পিছলে গিয়ে দু'টুকরো হয়ে গেল বিমান, দেখুন ভিডিয়ো
ইউক্রেনের রাজধানী কিভ থেকে লক্ষ্য সরিয়েছে রাশিয়া। এবার ডনবস্কে নতুন করে হামলা শুরু করেছে রুশ সেনাবাহিনী। পূর্ব ইউক্রেনেপ ডনবস্কে ইউক্রেন নাগরিকরা অধিকাংশ রাশিয়ান ভাষা বলেন। তারা নীতিগতভাবে রাশিয়ার পক্ষেই। গত আট বছর ধরে ইউক্রেন সেনার সঙ্গে লড়াই করছে ডনবস্কের কিছু নাগরিক। কিছু এলাকার দখলও নিয়েছে তারা।