আমেরিকার কোলোরাডোয় সমকামীদের নাইট ক্লাবে এলোপাথাড়ি গুলি। কমপক্ষে মৃত্যু ৫ জনের। আহত হয়েছেন প্রায় ১৮ জন। পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে ঘটনাটি ঘটেছে কোলারাডো স্প্রিং নামে একটি ক্লাবে।
প্রশাসন সূত্রে খবর, রাত ১১টা ৫৭ মিনিটে ৯১১ নম্বরে কল আসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশ অফিসার পামেলা কাস্ত্রো জানিয়েছেন, ওই নাইটক্লাবেই ছিল আততায়ী। আমেরিকায় প্রত্যেক বছর ২০ নভেম্বর ট্রানজেন্ডার ডে অফ রিমেম্বার্স পালন করা হয়। তাতেই এই হামলার ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের মতে, স্নাইপার রাইফেল দিয়ে গুলি চালায় আততায়ী। কিন্তু কেন গুলি চালানো হয়েছে, তা নিয়ে কিছু জানাতে পারেনি পুলিশ।
২০১৬ সালেও ফ্লোরিডার নাইট ক্লাবে হামলা চালায় বন্দুকবাজ। সেই হামলায় মৃত্যু হয় কমপক্ষে ৫০ জনের।