দিন কয়েক শান্ত থাকার পর বাংলাদেশে ফের হিন্দু মন্দিরে আক্রমণের অভিযোগ। বাংলাদেশ প্রশাসন সূত্রে খবর, শনিবার রাত থেকে রবিবার সকালের মধ্যে কমপক্ষে ১৪টি স্থানে আক্রমণ করা হয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত দু জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাংলাদেশের উত্তর-পশ্চিমের জেলা ঠাকুরগাঁও অঞ্চলে এই ঘটনা ঘটছে বলে পুলিশ সূত্রে খবর। এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা।
ঠাকুরগাঁও জেলার স্থানীয় বালিয়াডাঙ্গিতে ১৪টি মন্দিরে হামলা হয় বলে অভিযোগ। দুষ্কৃতী হামলায় কোথাও মন্দিরের একাংশ, কোথাও আবার মূর্তি ভাঙা হয়েছে বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারা এলাকার পুকুরে ভাঙাচোরা অংশ প্রথমে দেখতে পান স্থানীয়রা। খবর যায় পুলিশে।
রবিবার দুপুর থেকে বালিয়াডাঙ্গি থানা এলাকায় ব্যাপক ধড়পাকড় শুরু হয়। তাতেই ধরা পড়েছে দুই দুষ্কৃতী। স্থানীয়দের দাবি, অভিযুক্তদের কঠোর শাস্তি দিতে হবে। ঘটনার উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে শেখ হাসিনা সরকার।