ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস । মুহুর্মুহু বোমা বিস্ফোরণ, কত প্রাণহানি... আন্তেনিও-র কথায়, সশস্ত্র সংঘাতের কোনও পক্ষই আন্তর্জাতিক মানবিক আইনের ঊর্ধ্বে নয় । হিংসা আরও বাড়ার আগে, ছড়িয়ে যাওয়ার আগে সব পক্ষকেই এই যুদ্ধ প্রত্যাহারের আবেদন জানিয়েছেন গুতেরেস । শুধু তাই নয়, রাষ্ট্রসংঘের মহাসচিবের কথায়, ইজরায়েলের উপর বিনা কারণে হামলা চালায়নি হামাস । দীর্ঘদিন ধরে গাজাবাসীকে তাদের অধিকার থেকে বঞ্চিত রাখার কারণেই এমন হামলার ঘটনা ঘটেছে।
কাউন্সিলের ব্রাজিলিয়ান প্রেসিডেন্টের অধীনে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন, ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন, ফিলিস্তিনের পররাষ্ট্র ও প্রবাসী মন্ত্রী রিয়াদ আল মালিকি, ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা এবং ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। সেখানেই গুতেরেস বলেন, "মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ঘণ্টার পর ঘণ্টা আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। গাজায় যুদ্ধ চলছে এবং গোটা অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। বিভাজন সমাজকে বিভক্ত করছে।" যাতে আর কোনও প্রাণ না যায়, হিংসা আরও ছড়িয়ে না পড়ে, সেকারণে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি ।
৭ অক্টোবর ইজরায়েলে হামাসের "ভয়াবহ এবং নজিরবিহীন" সন্ত্রাসবাদী হামলার নিন্দা করেছেন গুতেরেস । সেইসঙ্গে তিনি জানান, হামাসের হামলাগুলি বিনা কারণে নয় । তাঁর কথায়, "প্যালেস্টাইনেj মানুষ ৫৬ বছর ধরে শ্বাসরুদ্ধকর দখলদারিত্বের শিকার হয়েছে। তাঁরা তাদের ভূখণ্ড বসতিতে পরিণত হতে এবং সহিংসতায় জর্জরিত হতে দেখেছে। তাঁদের অর্থনীতি থমকে গেছে। এই মানুষগুলো বাস্তুচ্যুত হয়েছে এবং তাঁদের ঘরবাড়ি ধ্বংস করা হয়েছে। তাঁদের দুর্দশার রাজনৈতিক সমাধানের আশা ধূলিসাৎ হয়ে গেছে ।"