পালং শাক (Spinach) খেয়ে গুরুতর অসুস্থ একাধিক। এমনকি অনেকে হ্যালুসিনেশনের ( Hallucinations) শিকার হয়েছেন বলেও জানা গিয়েছে। পরিস্থিতি এতটাই জটিল যে স্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছে দেশজুড়ে। ঘটনাটি অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস (australia new south wales) প্রদেশের।
এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, মার্কিন বহুজাতিক কোম্পানী কস্টকোর একটি দোকান থেকে রিভিয়েরা ফার্মস বেবি স্পেনাচ অর্থাৎ পালং শাক কিনে খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েন একাধিক ব্যক্তি। তাঁদের মধ্যে ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন- সন্তান হলেই নবজাতক পিছু ৫ লক্ষ ইয়েন দেওয়ার কথা ঘোষণা করল জাপান
যারা হ্যালুসিনেশনের শিকার হয়েছেন তাঁদেরও পর্যবেক্ষণে রাখা হয়েছে। স্বাস্থ্য দফতর জানিয়েছে, হ্যালুসিনেশনের কারণে একাধিক ব্যক্তি ভুল বকছেন, হার্টবিট বেড়ে গিয়েছে অনেকের। এমনকি কারও কারও চোখের দৃষ্টিও ঝাপসা হয়ে গিয়েছে। এই ঘটনার পর রিভিয়েরা ফার্মস জানিয়েছে, পালং শাকের সঙ্গে গাঁজা মিশে গিয়েছিল। সেই কারণেই দূষিত হয়ে পড়েছিল ওই শাকগুলি। ইতিমধ্যেই দোকান থেকে সব পালং শাক সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।