রাশিয়ান সেনার আক্রমণে ধ্বংস হয়ে গেল বিশ্বের বৃহত্তম পণ্যবাহী বিমান AN-225 Mriya। রাজধানী কিয়েভের কাছে রবিবার একটি গোলা এসে লাগে এই বিমানে। তারপরই দাউদাউ করে জ্বলে ওঠে বিমানটি। অত্যাধুনিক প্রযুক্তির বৃহত্তম বিমানটি তৈরি করেছিল ইউক্রেন সরকার। যা গোটা বিশ্বের কাছে ছিল নিদর্শন।
ইউক্রেনীয় ভাষায় 'Mriya' শব্দটির অর্থ স্বপ্ন। বিশ্বের বৃহত্তম বিমান প্রস্তুতকারী দেশেরও স্বপ্ন ছিল অনেক। রাশিয়ার আক্রমণে বিশাল আর্থিক ক্ষতি হয়েছে ইউক্রেনের। আটের দশকে সোভিয়েত ইউনিয়নের সময় এই বিমান তৈরি হয়েছিল। বর্তমানে ইউক্রেনীয় সংস্থা আন্তনোভ অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে এই বিমানটির পুননির্মান করেছিল।
ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিত্র কুলেবা জানান, কিয়েভের কাছে একটি বিমানবন্দরকে কেন্দ্র করে রাশিয়ান সেনাদের সঙ্গে লড়ছে ইউক্রেন। সেই সময় রুশ বাহিনীর ছোঁড়া একটি গোলায় পুড়ে ছাই হয়ে যায় বিমানটি।
ইউক্রেনের সরকারি টুইটার অ্যাকাউন্টে এই নিয়ে একটি টুইট করা হয়। সেখানে লেখা হয়, "কিয়েভের কাছে একটি বিমানবন্দরে রুশবাহিনীর হামলায় ধ্বংস হয়েছে বিশ্বের বৃহত্তম বিমান 'Mriya'। কিন্তু আমরা আবার বিমানটি তৈরি করব। স্বাধীন, শক্তিশালী ও গণতান্ত্রিক ইউক্রেন গড়ে তুলব আমরা।” টুইটে বিমানটির একটি ছবিও রয়েছে। সেখানে লেখা রয়েছে, "বিশ্বের বৃহত্তম বিমানটিকে ওরা জ্বালিয়ে দিয়েছে। কিন্তু আমাদের 'স্বপ্ন' কখনও ধ্বংস হবে না।"