বিগত কয়েকদিন ধরেই খবরের শিরোনামে মার্কিন গবেষণা সংস্থা নাসা (NASA)। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জেমস ওয়েব টেলিস্কোপ (James Web Telescope) সম্প্রতি মহাকাশের একগুচ্ছ ছবি তুলেছে। নানা সময়ের, নানা মহাজগতিক ঘটনার ছবি। সে সব ছবি সাড়া ফেলে দিয়েছে গোটা দুনিয়ায়। মহাশূন্যের জন্মলগ্ন নিয়ে নানা নতুন তথ্য এখন সামনে আসতে শুরু করেছে সে সব ছবি সামনে আসার পর।
নাসার এই বিশাল কর্মকাণ্ডের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে এক বাঙালির নাম। নাসার যে বিজ্ঞানীদের দল জেমস ওয়েব টেলিস্কোপ বানিয়েছেন, তারই সদস্য বাংলাদেশের বংশোদ্ভূত মহাকাশ বিজ্ঞানী লামিয়া আশরফ মওলা (Lamiya Ashraf Mowla)।
NASA: নক্ষত্রের মৃত্যুর মুহূর্ত ধরা পড়ল ওয়েব টেলিস্কোপে, একগুচ্ছ ছবি সামনে আনল নাসা
ঢাকার শান্তিনগরে বেড়ে ওঠা ৩১ বছরের যুবতী লামিয়া। মার্কিন যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করে ২০২০ সাল থেকে টরন্টো বিশ্ববিদ্যালয়ের ডানলপ ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিকসে পোস্ট-ডক্টরাল ফেলো হিসেবে কাজ করেন লামিয়া। জেমস ওয়েব প্রোজেক্টে কানাডার দলের সদস্য হিসেবে রয়েছেন লামিয়া।