বাংলা ভাষাকে রাষ্ট্রসংঘে সরকারি ভাষা হিসাবে স্বীকৃতির দাবি। মঙ্গলবার ঢাকায় ভাষা দিবসের অনুষ্ঠানে ফের এই দাবি জানালেন বাংলাদেশের মন্ত্রী ওবেদুল কাদের। আওয়ামি লিগের সাধারণ সম্পাদকের দাবি, আর বেসরকারি ভাবে নয়, এবার সরকারি ভাবে বাংলাকে রাষ্ট্রসংঘের স্বীকৃতি দেওয়া উচিত। উল্লেখ গত বছর রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে হিন্দি, বাংলা এবং উর্দুকে বেসরকারি ভাষা হিসাবে অনুমোদন দেওয়া হয়েছিল।
ইংরেজি, ফরাসি, স্প্যানিশ, চিনা, রুশ এবং আরবি - এই ছটি ভাষাকে সরকারি ভাবে স্বীকৃতি দিয়েছে রাষ্ট্রসংঘ। গত বছর ৭৬তম সাধারণ অধিবেশনে হিন্দি, বাংলা এবং উর্দুকে বেসরকারি ভাবে অনুমোদন করা হয়েছিল। সেই অনুমোদনেই এবার সরকারি সিলমোহর চান বাংলাদেশের মন্ত্রী।