ভারতীয় দূতাবাসে কর্মরত দুজন কূটনীতিককে বরখাস্ত করল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। সময়ের আগেই ওই দুই কূটনীতিককে কাজ থেকে অব্যহতি দেওয়া হয়েছে। তাঁদের দেশে ফিরতে বলা হয়েছে। বাংলাদেশে মহম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর এই প্রথম কোনও কূটনীতিকের বিরুদ্ধে পদক্ষেপ হল। কী কারণে এই পদক্ষেপ, তা জানানো হয়নি।
নয়াদিল্লিতে বাংলাদেশ দূতাবাসে কর্মরত ছিলেন শাবান মাহমুদ। কলকাতার দূতাবাসে ছিলেন রঞ্জন সেন। দুজনকেই মেয়াদ শেষ হওয়ার আগে বরখাস্ত করা হয়। গত ১৭ অগাস্ট এই নির্দেশিকা জারি করে ইউনূস সরকার। কলকাতা দূতাবাসের কর্মী রঞ্জনের কাজের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৬ সালে।
গত ৫ অগাস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন শেখ হাসিনা। বাংলাদেশ ছেড়ে ভারতে আসেন তিনি। সেই থেকে ভারতেই রয়েছেন শেখ হাসিনা। হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। সেই সরকারের প্রধান হয়েছেন নোবেলজয়ী ইউনূস। সরকার পড়ে যাওয়ার পর বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের অনেক খবর প্রকাশ করেছিল নয়া দিল্লি। পরে ইউনূস এ বিষয়ে ভারতে আশ্বস্ত করেন।