বৃষ্টি কমলেও বাংলাদেশের বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি। চলতি সপ্তাহের ভারী বৃষ্টিতে বাংলাদেশের মোট ১১টি জেলা বন্যা বিপর্যস্থ। এর মধ্যে রয়েছে কুমিল্লা, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালি, খাগড়াছড়ি, লক্ষীপুরের মতো জেলা। বন্যাতে মৃতের সংখ্যাও বাড়ছে। বাংলাদেশের দৈনিক প্রথম আলো জানিয়েছে, এখনও পর্যন্ত বাংলাদেশে ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৫০ লক্ষ মানুষ। জলবন্দি হয়ে আছেন ৯ লক্ষ পরিবার। ৩ লক্ষ মানুষ বন্যার জন্য ঘর ছাড়তে বাধ্য হয়েছেন।
বাংলাদেশের প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারী বর্ষণ অনেকটাই কমেছে। আগামী ২৪ ঘণ্টায় পরিস্থিতির উন্নতি হবে। বন্যা কবলিত এলাকাগুলিতে নগদ ৩ কোটি ৫২ লক্ষ টাকা দেওয়া হয়েছে। শিশুখাদ্য বাবদ দেওয়া হয়েছে ৩৫ লক্ষ টাকা। গোখাজ্য বাবদও ৩৫ লক্ষ টাকা ত্রান দিয়েছে প্রশাসন। ত্রাণের অংশ হিসেবে ২০ হাজার ১৫০ টন চাল ও ১৫ হাজার শুকনো খাবার দেওয়া হয়েছে।
বন্যার ফলে বাংলাদেশের রাজধানী ঢাকাতে রেল ও সড়ক পরিবহন ব্যবস্থা ভেঙে পড়েছে। বন্দর শহর চট্টগ্রামেও যোগাযোগ ব্যবস্থা নেই। কক্সবাজারেরও একাধিক এলাকাও বিপর্যস্ত। এদিকে বাংলাদেশ ত্রিপুরার সীমান্তেও বন্যার প্রভাব। ত্রিপুরার বিপর্যয় মোকাবিলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। ইতিমধ্যেই ত্রিপুরার জন্য আর্থিক সাহায্য ঘোষণা করেছে কেন্দ্র।